স্বাস্থ্য বার্তা

সিজোফ্রেনিয়া একটি অন্যতম মানসিক রোগ (১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস)

মনোরোগ বিশেষজ্ঞরা বলে থাকেন মন নাকি শরীর নিয়ন্ত্রণ করে থাকে। তাই মন ভালো রাখা জরুরি।মন ভালো না থাকলে আপনার সব কাজেই বাঁধবে হেরফের।সবকিছু থাকবে অগোছালো,কাজের ফলাফল হবে শূন্য।তাই মন মানসিক অবস্থা ভালো রাখা জরুরি

সম্প্রতি একটি মানসিক রোগ বেশ প্রভাব বিস্তার করেছে সেটি হলো সিজোফ্রেনিয়া।অতিরিক্ত মানসিক চাপ, বংশগত কারণ, মস্তিষ্কের সংক্রমণ,আঘাতজনিত কারণ ছাড়াও বিভিন্ন কারণে হতে পারি রোগটি।রোগটি সম্পর্কে ভালো না জানয় আপনার ঘরেই এই রোগী থাকলেও আপনি বুঝতে পারবেন না।আর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগী সে কখনওই বুঝেই না সে অসুস্থ। তাই এক্ষেত্রে পরিবারের সচেতন হওয়া প্রয়োজন সবার আগে

সিজোফ্রেনিয়া কী?
সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ।সিজোফ্রেনিয়া শব্দটির উৎপত্তি গ্রিক শব্দমূল Skhizein (to Split বা বিভক্ত করা) এবং phrenos (mind বা মন) থেকে। রোগের লক্ষণ হচ্ছে চিন্তাধারা (প্রত্যক্ষণ, চিন্তন) এবং অনুভূতি প্রকাশের মধ্যে সঙ্গতি না থাকা। এতে মনের স্বাভাবিকতা হারিয়ে যায় এবং মস্তিষ্কের বিঘ্ন ঘটে। রোগাক্রান্তের পরিবার এবং পরিচিতরা সমস্যায় পড়ে যান রোগীর অদ্ভুত আচরণ দেখে। তাদের সঙ্গে মানিয়ে চলাও কঠিন হয়ে দাঁড়ায়। এই রোগকে অনেক সময় মানসিক রোগের ক্যান্সার হিসেবেও উল্লেখ করা হয়

সিজোফ্রেনিয়া নিয়ে যুগান্তরের সঙ্গে আলাপকালে বিভিন্ন বিষয় জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল

ডা. মোহিত কামাল যুগান্তরকে বলেন, সিজোফ্রেনিয়া মূলত মস্তিষ্কের রোগ।মস্তিষ্কে সমস্যা, বংশগত কারণসহ একাধিক কারণে এই রোগ হতে পারে।পরিবার-পরিজন, আত্মীয়স্বজনদের প্রতি ভ্রান্ত বিশ্বাস, অহেতুক সন্দেহপ্রবণতা (ডিল্যুশন), অবাস্তব চিন্তাভাবনা, হ্যালুসিনেশন (অলীক প্রত্যক্ষণ), অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি সিজোফ্রেনিয়ার লক্ষণ। আর দীর্ঘমেয়াদি লক্ষণ হচ্ছে অনাগ্রহ, চিন্তার অক্ষমতা, আবেগহীনতা, বিচ্ছিন্নতা

তিনি বলেন, সিজোফ্রেনিয়া রোগীরা কাউকে বিশ্বাস করতে পারে না।সে মনে করে তাকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে মেরে ফেলার জন্য।অনেক সময় খাবারও খেতে চায় না।কারণ সে ভাবে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলা হতেপারে

তিনি আরও বলেন, সিজোফ্রেনিয়া রোগ রোগী সম্পর্কে আমাদের অনেকেই জানে না। এজন্য কারও ঘরে রোগী থাকলে কেউ বুঝতে পারে না।এই রোগ সম্পর্কে আমাদের সচেতন হওয়া জরুরি

কীভাবে বুঝবেন কেউ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছে, আসুন জেনে নেই প্রাথমিক কিছু বিষয়

অবিশ্বাস :সিজোফ্রেনিয়ার রোগীরা কাউকে বিশ্বাস করতে পারে না।এই রোগীরা কাউকে দেয়া খাবার খেতে চান না। সে ভাবে তাকে খাবারে সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হতে পারে

 আবেগপ্রবণ: এই রোগীরা খুবই আবেগপ্রবণ হয়।বাচ্চাদের মতো আচারণ করে।অনেক সময় কান্নাও করে থাকে

ষড়যন্ত্র : সিজোফ্রেনিয়ার আক্রান্ত রোগী মনে করে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।তার স্বামী,সন্তান তাকে মেরে ফেলা জন্য আশপাশের লোকেরা ষড়যন্ত্র করছে

নিজে নিজে কথা বলা :সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগী নিজে নিজের কথা বলে সে তার কল্পনায় মনে করে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে।তার সঙ্গে সে কথা বলছে

অহেতুক সন্দেহ করা: সিজোফ্রেনিয়ার রোগীরা বিনা কারণে অন্যকে সন্দেহ করে।এই ধরনের রোগীদের পাশে দাঁড়িয়ে যদি তিন থেকে চারজন কথা বলে তবে সে মনে করে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। চারপাশের সবাই তার প্রতি ষড়যন্ত্র করছে এবং গোপনে তার ক্ষতি করার চেষ্টা করছে৷

হঠাৎ কানে কোনো আওয়াজ শুনতে পাওয়া: সিজোফ্রেনিয়ার রোগীরা অনেক সময় কানে অনেক ধরনের নাম ধরে ডাকা বা কথা বলার আওয়াজ শুনতে পান। কিন্তু আসলেই তা আওয়াজ ছিল না।এটি তার মস্তিষ্ক বিকৃতির কারণে হয়ে থাকে

চিন্তাশক্তি নষ্ট হয়ে যায়: সিজোফ্রেনিয়ার রোগীদের স্বাভাবিক মানুষের মতো চিন্তা করার কোনো শক্তি থাকে না।এ ধরনের রোগীদের সুস্থ ধারার চিন্তাশক্তি নষ্ট হয়ে যায়

অবচেতন মনের ভয়: সিজোফ্রেনিয়ার রোগীরা সব সময় প্রাণনাশের ভয়ে থাকে।তাকে তার পরিবারকে হত্যা করা হবে। ধরনের চিন্তা সব সময় তার মস্তিষ্কের মধ্যে ঘুরতে থাকে

 ডা. মোহিত কামাল 


জেনারেল স্বাস্থ্য
শিশু স্বাস্থ্য
For Ad
নারী স্বাস্থ্য
পুরুষ স্বাস্থ্য

যেভাবে ইবোলা ভাইরাস ছড়ায়
সাম্প্রতিক রোগ
বদভ্যাসে কিডনি বেহাল
শিশুর ওষুধ সেবনে চিকিৎসকের পরামর্শ নিন
শিশু স্বাস্থ্য
শিশুর বমি
শিশুদের জন্মগত হৃদরোগ
পুরুষের যৌন প্রবৃত্তি বাড়ায় মসলাদার খাবার
জোড়ার আঠালো পদার্থ শুকিয়ে গেলে
ফুসফুস ক্যানসার চিকিৎসায় ‘মাইলফলক’
ত্বকে ক্রিম লাগাবেন যেভাবে
তিন লিটার পানি বয়স কমাল ১০ বছর
গর্ভবতী মা কখন ও কতবার যাবেন চিকিৎসকের কাছে?
খাদ্য ও পুষ্টি
গরমে লেবুর সরবত
রোজায় ডায়াবেটিস রোগীদের জন্য কিছু টিপস
রক্তের চর্বি কমানোর জন্য খাদ্যের নিয়ম
কলেরা প্রতিরোধে কম দামি সফল টিকা
হঠাৎ বৃষ্টি ও গরমে ঠান্ডা-জ্বর হলে কি করবেন
কৃমিনাশক ওষুধ সেবনের উত্তম যে সময়
রোজাদার রোগীদের ওষুধপথ্য ও সতর্কতা অবলম্বন
অ্যান্টিবায়োটিক ঔষধের ব্যবহারে সতর্ক থাকুন
আদা
প্রশ্নোত্তর : রক্তচাপ
আপনার প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর
প্রশ্নোত্তর- বিষয়: কিডনি রোগ
হাততালিও হতে পারে প্রতিদিন সুস্থ থাকার হাতিয়ার
প্রতিনিয়ত দাঁতের ক্ষতি যেভাবে করি
গরমে স্বাস্থ্য- সচেতনতা
মস্তিষ্কে কি ঘটে, যখন নারী মাতৃত্ব লাভ করেন
একরাতেই ব্রণ দূর করার কৌশল
মরণব্যাধি ক্যান্সারের যে ১০ টি সতর্কীকরণ ল¶ণ অবহেলা করবেন না
দীর্ঘ ভ্রমণে স্বাস্থ্য সতর্কতা
ভ্রমণে স্বাস্থ্য সতর্কতা
টিনএজারদের ব্রণ সমস্যা ত্বকের সৌন্দর্যহানীর জন্য দায়ী
স্ক্যাবিস বা চুলকানি প্রতিরোধে করণীয়
ত্বকের যেসব রোগে চিকিৎসা একান্ত দরকার
হৃদরোগ প্রতিরোধে আপনি যা করবেন
হৃদরোগ প্রতিরোধে আপনি যা করবেন
প্রচন্ড গলাব্যথা ও টনসিলে ইনফেকশন
নাক-কান-গলার ক্যান্সার হতে সতর্ক ও সাবধান হওয়া
হঠাৎ কানের পর্দায় আঘাত পেলে
পেপটিক আলসারের আদ্যোপান্ত
অ্যালার্জি ও হাঁপানির থেকে পরিত্রাণ
কাশি যখন সমস্যা
দৃষ্টিশক্তি হ্রাসের অন্যতম কারণ যখন রেটিনা
চোখের নিচের কালো দাগ কমানোর উপায় (১১ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস)
চোখ উঠলে যা করবেন
শীতকালে হাটুর ক্ষতি এড়াতে ১০টি বিষয় জেনে নিন
ঘাড়, মাথা ও বুক ব্যথার লক্ষণ ও চিকিৎসা
সকল প্রকার ব্যথায় কী বাত?
লিভার ডিজিজের অন্যতম ভয়াবহ কারণ এলকোহল
জানুন যকৃতের জন্য ভালো ও মন্দ খাবার কী
ভাইরাল হেপাটাইটিস একটি জটিল ও নিরাময়যোগ্য রোগ (২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস)
প্রশ্নোত্তরে মানসিক রোগ সিজোফ্রেনিয়ার লক্ষণ জেনে নিই। (১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস)
হয়তো আপনার ঘরেই আছে সিজোফ্রেনিয়া রোগী
সিজোফ্রেনিয়া একটি অন্যতম মানসিক রোগ (১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস)
হাত-পায়ে জ্বালাপোড়া অনুভব করলে করণীয়
গেঁটে বাত হলে কী করবেন?
বার্ধক্যে যত ব্যথা-বেদনা
জেনে শুনে যেভাবে দাঁতের ক্ষতি করছেন