এক গবেষণায় বলেছে যদি রোজ দুইবার আদার রস গ্রহণ করা যায়, তাহলে Osteoarthritis এর ব্যাথা দূর হয়। University is Miami ৯০ জন Osteoarthritis রোগীকে রোজ দু’বার আদার রস খাইয়ে দেখেছে, তাদের দুই তৃতীয়াংশের Osteoarthritis এর ব্যাথা দূরীভূত হয়েছে। ব্যাথানাশক বিভিন্ন বড়ির মতোই যে enzyme ব্যাথা সৃষ্টি করে, তা তৈরিতে বাধা দেয়। Author of pain Dr. Jacob Tgeitelbaum MD. তিনি পরামর্শ দিচ্ছেন, এক টুকরা আদা চিবান বা আধ ইঞ্চি আদা বেটে তার রস দিয়ে চা খান। আপনার শরীরের ব্যাথা দূর হবে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে টিউমার সেলের সাথে আদা মিশিয়ে দেখা গেছে সেগুলো মারা গেছে। এই আদায় ওভারিয়ান ক্যান্সারও নিরাময় হয়।
©2014 Copyright by Micron Techno. All rights reserved.