চক্ষুরোগ চিকিৎসায় ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উদ্বোধন করা হয়েছে বিশেষায়িত অপারেশন থিয়েটার (ওটি)।
জাতীয় শিশু অন্ধত্ব দূরীকরণ কর্মসূচির আওতায় অপারেশন থিয়েটারটি স্পন্সর করছে অরবিস ইন্টারন্যাশনাল যা বাংলাদেশে শিশুদের চক্ষুরোগ চিকিৎসায় একটি মাইলফলক। শিশুদের অন্ধত্ব দূর করার জন্য গুরুত্ব দিচ্ছে অরবিস।
চক্ষুচিকিৎসার মান বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করে অধ্যাপক জালাল বলেন, ভালো সেবা নিশ্চিত না করা গেলে অতি মূল্যবান এ অপারেশন ইউনিট স্থাপন মূল্যহীন হয়ে পড়বে। কেবল উন্নত মানের সেবা নিশ্চিত করার মধ্যদিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
ইন্টান্যাশনাল এজেন্সি ফর প্রিভেশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি) অনুমোদিত এ অপারেশন থিয়েটার থেকে শিশুরা প্রায় বিনামূল্যে সেবা পাবে।
ডা. মুনীর আহমেদ বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সরঞ্জাম ও সেবা আগের চেয়ে উন্নত হয়েছে। আগামী দিনগুলোতে সেগুলো আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. মুনীর বলেন, অরবিস হাসপাতালগুলোকে শুধু যন্ত্রপাতি ও সরঞ্জাম দেয় না, এটি পথ দেখায় কীভাবে উন্নত মানের সেবা নিশ্চিত করতে হয়।
অপরিণত নবজাতকের দৃষ্টি সমস্যা নিয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল আরও বেশি কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অপারেশন থিয়েটার থেকে চক্ষু চিকিৎসা খাতের শিক্ষার্থীরাও উপকৃত হবেন বলে জানান তিনি।
24bdhealth
©2014 Copyright by Micron Techno. All rights reserved.