নুরুল হক সাহেব ছেলে-মেয়ে নিয়ে ভালোই দিন কাটাচ্ছেন। কিছু দিন ধরে তিনি নামাজ পড়তে অসুবিধা বোধ করছেন। কারণ উঠতে-বসতে তার হাঁটুতে ব্যথা হয় এবং মাঝে মাঝে ফুলে যায়। নুরুল হক এমন এক হাড় ক্ষয় রোগে আক্রান্ত হয়েছেন যাকে সাধারণ মানুষ হাঁটু ব্যথা বলে থাকে। আর চিকিৎসাবিজ্ঞানে একে 'অস্টিওআথ্রাইটিস অব নি' বলা হয়। হাঁটু ব্যথা শুধু ক্ষয়জনিত রোগেই নয়, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে। যেমন- রিউমাটয়েড আথ্রাইটিস, সেপটিক আথ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, এনকাইলজিং স্পন্ডাই-লাইটিস, এসএলই ইত্যাদি। তবে সবচেয়ে বেশি হাঁটু ব্যথা সাধারণত অস্থিক্ষয়ের জন্যই হয়ে থাকে। জোড়ার ভেতর আঠালো এক ধরনের পদার্থ থাকে, যা জোড়াকে নড়াচড়া করতে সহজ করে দেয়। অনেক ক্ষেত্রে এই তরল পদার্থ শুকিয়ে গেলেও এই রোগ দেখা দেয়। এ সমস্যা একদিনে তৈরি হয় না। আস্তে আস্তে রোগের লক্ষণ প্রকাশ পায়। প্রাথমিক পর্যায়ে হালকা গরম হওয়া, ফুলে যাওয়া, ব্যথা হওয়া শুরু হয় এবং পরবর্তীতে হাঁটু নড়াচড়া করলে প্রচুর ব্যথা হয়। রোগীর নামাজ পড়তে এবং দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয়। এভাবে চলতে থাকলে রোগীর হাঁটুর কর্মক্ষমতা হারিয়ে যায়। তরুণদের তুলনায় বয়স্কদের হাঁটু ব্যথা বেশি হয় যেহেতু এ রোগের প্রধান কারণ ক্ষয়জনিত সমস্যা, তাই ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা ফলদায়ক। সুতরাং প্রতিকার নয় প্রতিরোধ উত্তম।
ডা. মো. সফিউল্যাহ প্রধান, চেয়ারম্যান ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ডিপিআরসি হাসপাতাল, মোহাম্মদপুর, ঢাকা।
ref:vk
©2014 Copyright by Micron Techno. All rights reserved.