ডায়াবেটিস ও উচ্চরক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। কারণ অনেক রোগীর কোনো লক্ষণ বা উপসর্গ ছাড়াই এ রোগ দেহের বিভিন্ন অঙ্গের ক্ষতিসাধন করে। ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ অনিয়ন্ত্রিত বা অনির্ণীত থাকলে চোখে ছানি বা রক্তক্ষরণ হতে পারে, মস্তিষ্কে স্ট্রোক, হার্টের রক্তনালিতে ব্লক, পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে।
এ রোগের চিকিৎসায় দীর্ঘদিন ধরে ওষুধ, সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা, ব্যায়াম, টেনশনমুক্ত থাকার পরামর্শ চিকিৎসকরা দিয়ে থাকেন। অনেক রোগীর এর পরও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে না। ফলে রোগীরা আশাহত হয়ে পড়েন। এ রোগীদের আশার আলো জাগিয়েছে হলিস্টিক হেলথ কেয়ার।
ওষুধ ছাড়া বিভিন্ন প্রক্রিয়া ও সঠিক রীতি অনুসরণের মাধ্যমে ঘাতক এ দুটি ব্যাধি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। নির্ধারিত ব্যায়াম যেমন- যোগব্যায়াম, প্রাণায়াম, নিউরোবিক জিম, আকুপ্রেসার, মেডিটেশন, হার্বাল বা প্রাকৃতিক চিকিৎসা ও রোগীভেদে ডায়েট চার্ট সরবরাহের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে সাফল্য এসেছে।