বেকিং সোডা বেকিং করার কাজে কতোটা জরুরী তা রাঁধুনিরা বেশ ভালো করেই জানেন। কিন্তু বেকিং সোডার ব্যবহার শুধুমাত্র খাবার বেক করার কাজেই সীমাবদ্ধ নয়। আরও অনেক কাজে ব্যবহার করা হয় বেকিং সোডা। বেকিং সোডার এই ব্যতিক্রমী ব্যবহারের মধ্যে অন্যতম হচ্ছে রূপচর্চা। কি? অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি শুধুমাত্র বেকিং সোডার ব্যবহার ত্বকের নানা রকম সমস্যা নিমেষেই দূর করে দিতে সক্ষম। আজকে জেনে নিন বেকিং সোডার মাধ্যমে ৩ টি যন্ত্রণাদায়ক ত্বক সমস্যার সমাধান।
১) ত্বকের ব্রণ সমস্যার সমাধানে বেকিং সোডা
নারী পুরুষ উভয়েই যে কোনো বয়সে নানা কারণে ব্রণ সমস্যায় আক্রানত— হতে পারেন। ব্রণ সমস্যার মতো যন্ত্রণাদায়ক ত্বক সমস্যা আর একটিও নেই। ব্রণের দাগ ও ব্যথা দুটোই বিরক্তিকর। এই সমস্যার সমাধানে বেকিং সোডা অনেক বেশি কার্যকরী।
পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– বেকিং সোডার সাথে মধু মিশিয়ে একটি ঘন মাস্কের মতো তৈরি করে নিন।
– এই মাস্কটি পুরো মুখে ভালো করে লাগিয়ে রাখুন।
– ২৫-৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
– নিয়মিত ব্যবহারে ব্রণের সমস্যার পাশাপাশি ব্ল্যাকহেডসের সমস্যাও দূর করতে পারবেন।
২) ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বেকিং সোডা
ধুলোবালি, যতনের অভাবে ত্বকের উজ্জ্বলতা একেবারেই হারিয়ে যায়। ত্বক কালচে হয়ে আসে। এই হারানো উজ্জ্বলতা ফিরিয়ে ত্বককে উজ্জ্বল ও কোমল করতে বেকিং সোডার জুড়ি নেই।
পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মাস্ক তৈরি কর“ন।
– এই মাস্কটি পরিষ্কার ত্বকে ভালো করে লাগিয়ে নিন এবং ১০ মিনিট রেখে দিন।
– ১০ মিনিট পর আলতো ঘষে পানি দিয়ে তুলে ফেলুন এবং মুখ ভালো করে ধুয়ে নিন।
– প্রথমবার ব্যবহারেই অনেকটা ফলাফল পেয়ে যাবেন।
৩) রোদে পোড়া দাগ দূর করতে বেকিং সোডা
গ্রীষ্মকালের অন্যতম যন্ত্রণাদায়ক সমস্যা হচ্ছে রোদ এবং রোদে পোড়া ত্বক। কালচে ছোপ ছোপ দাগ ত্বকে খুবই বিশ্রী দেখায়। এই সমস্যার সমাধানও করতে সক্ষম বেকিং সোডা।
পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– বেকিং সোডার সাথে কুসুম গরম পানি মিশিয়ে একটি ঘন মাস্কের মতো তৈরি করে নিন।
– এই মাস্কটি পুরো মুখে ভালো করে লাগিয়ে রাখুন।
– পুরোপুরি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
– ত্বকের পোড়া দাগ, জ্বলুনি দুটোই দূর হবে।
©2014 Copyright by Micron Techno. All rights reserved.