জন্মের পর শিশুদের বুকের দুধ খাওয়ানো যেমনি জরুরি আবার বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় এবং স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে আসে- ওই সময়ে বুকের দুধ বন্ধ করা জরুরি হয়ে পড়ে।কিন্তু শিশুদের বুকের দুধ বন্ধে অনেক মা-ই হিমশিম খান।আবার বাচ্চারা মানতে চায় না, কান্নাও করে। জন্মের পর শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য আপনি যেমন উদ্বিগ্ন হয়ে পড়তেন আবার বন্ধের সময়ও তাড়াহুড়া শুরু করে দেন। কিন্তু মনে রাখবেন বুকের দুধ ছাড়াতে তাড়াহুড়া নয়। জন্মের পর বুকের দুধ খাওয়ানোর জন্য বাচ্চাকে অভ্যস্ত করতে সময় লাগে আবার ছাড়াতে সময় নিতে হবে। কারণ এটি অভ্যাসে পরিণত হয়ে যায়। তবে আপনার শিশু যদি সহনশীল হয় তবে বেশি সময় লাগবে না। আর যদি একটু বেশিই জেদি হয় তবে অবশ্যই সময় গুনতে হবে। তবে শিশুদের ২ বছরের বেশি সময় ধরে বুকের দুধ খাওয়ানো উচিত ন
আসুন জেনে নেই শিশুকে বুকের দুধ ছাড়াতে কী করবেন।
©2014 Copyright by Micron Techno. All rights reserved.