প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২২। আমার মুখ, বুকে অনেক লোম ও ব্রণ। আমি দ্রুত এ সমস্যা থেকে পরিত্রাণ চাই।
-আলপনা, কৃষি ভার্সিটি, ময়মনসিংহ।
উত্তর : আপনার দেহে এনড্রোজেনিক হরমোন বেড়েছে। বর্তমানে সমস্যাটির বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে দ্রুত নির্মূল করা সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩২। চুল পড়ে গিয়ে মাথায় টাক্ হয়েছে। এজন্য বাবা-মা বিয়ে দিতে পারছেন না। আমার মাথায় নতুনভাবে চুল গজানো কি সম্ভব?
-ফরিদ, বনশ্রী, ঢাকা
উত্তর : এখন আর ভাবনা নেই। কারণ অত্যাধুনিক স্টেম-সেল থেরাপি/পিআরপি থেরাপি মাত্র এক সেশন চিকিৎসায় চুল গজাতে সক্ষম। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪০। এক সন্তানের বাবা। বর্তমানে আমার লিঙ্গের উত্থান হচ্ছে না এবং হলেও দ্রুত বীর্যস্খলন হয়ে যায়। এতে আমি অসহায়। চিকিৎসার মাধ্যমে পূর্বের অবস্থায় ফেরা কি সম্ভব?
-পলাশ, ফরিদগঞ্জ, চাঁদপুর
উত্তর : আপনি সম্ভবত পুরুষত্বহীনতায় ভুগছেন। বর্তমানে দেহের সেক্স-হরমোন এনালাইসিস করে সমস্যাটি নির্মূল করা সম্ভব। এতে নেই কোনো পার্শ্বক্রিয়া।
প্রশ্ন : আমি নব-বিবাহিত। বয়স ২৯। বিয়ের আগে থেকেই আমি সোরিয়াসিস রোগে ভুগছিলাম। বিয়ের পর সমস্যাটি বেড়ে গিয়েছে। এ অবস্থায় আমার দাম্পত্য জীবন বিপর্যস্ত। এখন আমি কি করব?
-রহিম, আগ্রাবাদ, চট্টগ্রাম
উত্তর : সোরিয়াসিস একটি কঠিন চর্মরোগ। তবে রোগটি মোটেই ছোঁয়াচে নয়। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বৈজ্ঞানিক চিকিৎসায় রোগটির নিয়ন্ত্রণ সম্ভব।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, অ্যালার্জি ও কসমেটিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ০১৭১৯২১৯৪২৯
©2014 Copyright by Micron Techno. All rights reserved.