প্রশ্ন : আমার মাথার চুল দিন দিন পড়ে টাক হয়ে যাচ্ছে। চুল পড়া বন্ধ করা যায় কী?
-রফিক, বনশ্রী, ঢাকা উত্তর : চুল পড়া বন্ধ করার আধুনিক চিকিৎসা হচ্ছে পিআরপি থেরাপি। এ চিকিৎসায় নিজের শরীরের রক্ত মাথায় পুশ করা হয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কয়েক সেশনের প্রয়োজন হতে পারে। শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি আছে কিনা, তা দেখতে হবে।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩১। বান্ধবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি। কিন্তু আমি আতঙ্কিত। আপনার পরামর্শ চাই।
-সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তর : এটি একটি মনোদৈহিক সমস্যা। নিজের আত্মবিশ্বাস বাড়ানো এক্ষেত্রে পজেটিভ ভূমিকা পালন করে। সুষম খাবার খাবেন, দৈনিক ব্যায়াম করবেন। একজন যৌনরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে আপনার হরমোন ও ফিটনেসের কোনো ঘাটতি আছে কিনা তা পরীক্ষা করিয়ে নিবেন।
প্রশ্ন : আমার দু’গালে মেছতা। অনেক ওষুধ ব্যবহার করেও ভালো হচ্ছে না।
-মিসেস রুমা, যশোর উত্তর : সূর্যরশ্মি ও চুলার আগুনের ভাপ থেকে দূরে থাকবেন। কসমেটিকস ব্যবহারেও সতর্ক হবেন। মেকআপ বেশি না করাই ভালো। মা-খালাদের এ সমস্যা থাকলে
জন্মসূত্রে আপনিও মেছতায় আক্রান্ত হতে পারেন। জন্মনিয়ন্ত্রণ বড়ি খাবেন না। হলুদ ও সবুজ শাকসবজি এবং ফলমূল প্রতিদিন খাবেন। দৈনিক ৬-৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করবেন। লেজার ও কেমিকেল পিলিংয়ের মাধ্যমে মেছতা ভালো করা যায়।
প্রশ্ন : প্রায় ১০ বছর ধরে আমার দু’পায়ে একজিমা। চিকিৎসা করিয়েছি কিন্তু স্থায়ীভাবে ভালো হচ্ছে না।
-আবুল হোসেন, রাজশাহী উত্তর : ক্রনিক একজিমার চিকিৎসায় কয়েক সেশন সময় লাগতে পারে। এটি সোরিয়াসিস বা লাইকেন প্ল্যানাস কিনা তা দেখতে হবে। আপাতত এলার্জি খাবার এড়িয়ে চলুন। সাবান ও পানি ব্যবহারে সতর্ক হোন। দুঃশ্চিন্তা না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, অ্যালার্জি ও কসমেটিক সার্জন,
বঙ্গবন্ধু মেডিকেলবিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯