স্বাস্থ্য বার্তা

চিকিৎসায় প্রসবজনিত ফিস্টুলা ভালো হয়

দীর্ঘ নয় বছর ধরে প্রসবজনিত ফিস্টুলায় ভুগেছেন ২৮ বছর বয়সী ফাতেমা। নরসিংদীর মেয়ে ফাতেমা দুবার মা হতে গিয়ে দুবারই মৃত সন্তানের জন্ম দিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রসবকালীন ফিস্টুলায়। এর পেছনের কারণ বিলম্বিত প্রসব। প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত হওয়ায় অবসান ঘটেছে তাঁর ১৩ বছরের সংসারজীবনের। ফিস্টুলা রোগীর সঙ্গে কোনোভাবেই ঘরে করতে রাজি হননি ফাতেমার স্বামী।
আরেকটি ঘটনা। ২৭ বছর বয়সী ঝুমুর বেগমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তাঁর আছে ১২ ও ৯ বছর বয়সী দুটি মেয়ে। তৃতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত হন তিনি। প্রসবের সময় সন্তানটিও মারা যায়। এরপর তার ঠাঁই হয়েছে বাবার বাড়িতে। স্বামী কোনো খোঁজ নেন না। মেয়ে দুটি নানার বাড়িতে থেকেই পড়ালেখা করছে।
ফাতেমা ও ঝুমুরের সঙ্গে কথা হয় প্রসবজনিত ফিস্টুলা রোগীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে। ফাতেমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় ফিস্টুলা কেন্দ্রে চিকিৎসা নিয়ে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। আর ঝুমুর এসেছেন কয়েক দিন আগে। তাঁরও চিকিৎসা শুরু হয়েছে।
২০০৬ সাল থেকে ইউএনএফপিএর আর্থিক সহায়তায়, বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বিডব্লিউএইচসির ব্যবস্থাপনায় দরিদ্র প্রসবজনিত ফিস্টুলা রোগীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রকল্প শুরু হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের মাতৃমৃত্যু রোধ ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা।
ফাতেমা ও ঝুমুরের মতো অনেক পুনর্বাসিত ফিস্টুলা রোগী প্রশিক্ষণ গ্রহণ করে অন্য কোনো মা যেন এই রোগে আক্রান্ত না হন, সেই লক্ষ্যে কমিউনিটি ফিস্টুলা অ্যাডভোকেট হিসেবে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।
মাতৃস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সাফল্য অর্জন করলেও প্রতি লাখ জীবিত জন্মে এখনো ১৭০ জন মা মারা যাচ্ছেন। প্রতিবছর গর্ভ ও প্রসবের কারণে প্রায় ৫ হাজার ২০০ জন নারীর মৃত্যু হয়। ইউএনএফপিএর আর্থিক সহযোগিতায় পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি হাজারে ১ দশমিক ৬৯।
ফিস্টুলায় আক্রান্ত ঝুমুর জানান, বিকেল চারটার দিকে তাঁর প্রসবব্যথা উঠলেও পরের দিন বেলা ১১টার দিকে মৃত বাচ্চার জন্ম হয়। সারা রাত ধরে গ্রামের দাই প্রসবের কাজ সঠিকভাবে না পারলেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়নি।স্বাস্থ্যবিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের কারণে মূলত বেশির ভাগ প্রসবজনিত ফিস্টুলার সৃষ্টি হয়। বিলম্বিত প্রসবের সময় বাচ্চার মাথা ৩ থেকে ১২ ঘণ্টার বেশি সময় ধরে যোনিপথে আটকে থাকলে পেছনের ও সামনের দুই হাড়ের মাঝের আশপাশের মাংসপেশি, যেমন: মূত্রথলি ও কোনো কোনো সময় পায়ুপথে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এই সব মাংসপেশিতে পচন ধরে এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সেখানে ছিদ্র হয়ে ফিস্টুলার সৃষ্টি হয়। যার ফলে মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব-পায়খানা ঝরতে থাকে।
প্রসবজনিত ফিস্টুলার জন্য উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে:
. বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব।
. অদক্ষ দাইয়ের হাতে সন্তান প্রসব।
. প্রসূতির পুষ্টিহীনতা।
. ঘন ঘন সন্তান প্রসব।
. পরিবার পরিকল্পনা গ্রহণ না করা।
. বাড়িতে সন্তান প্রসব।
প্রসবজনিত ফিস্টুলার আরেকটি অন্যতম কারণ হলো জরুরি প্রসূতিসেবাপ্রাপ্তি ও দক্ষ ধাত্রীর অভাব। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখনো ৫৮ শতাংশ প্রসব অপ্রশিক্ষিত সেবাদানকারীর মাধ্যমে হয়ে থাকে।
চিকিৎসকদের মতে, সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে প্রসবজনিত ফিস্টুলা সম্পূর্ণ নিরাময় করা যায়। ফিস্টুলায় যারা আক্রান্ত হন, তাঁরা পারিবারিক ও সামাজিকভাবে পরিত্যক্ত হয়ে পড়েন। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। তবে অস্ত্রোপচারের পর রোগীর নিবিড় যত্ন নিতে হবে। তা না হলে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হবেন না।
পারিবারিক ও সামাজিক কুসংস্কার এবং অহেতুক লজ্জার কারণে অনেক ফিস্টুলা রোগীই নিজেকে লুকিয়ে রাখেন। যার ফলে বঞ্চিত হন চিকিৎসা ও পুনর্বাসনসেবা থেকে। এই সব ভুক্তভোগীকে চিহ্নিত করার জন্য প্রসবজনিত ফিস্টুলার লক্ষণগুলোর ওপর মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবাদানকারী ও জনগণকে সচেতন করার কর্মসূচিকে বেগবান করতে হবে।
রেফারেন্সঃ প্রঃ আঃ

জেনারেল স্বাস্থ্য
শিশু স্বাস্থ্য
For Ad
নারী স্বাস্থ্য
পুরুষ স্বাস্থ্য

যেভাবে ইবোলা ভাইরাস ছড়ায়
সাম্প্রতিক রোগ
বদভ্যাসে কিডনি বেহাল
শিশুর ওষুধ সেবনে চিকিৎসকের পরামর্শ নিন
শিশু স্বাস্থ্য
শিশুর বমি
শিশুদের জন্মগত হৃদরোগ
পুরুষের যৌন প্রবৃত্তি বাড়ায় মসলাদার খাবার
জোড়ার আঠালো পদার্থ শুকিয়ে গেলে
ফুসফুস ক্যানসার চিকিৎসায় ‘মাইলফলক’
ত্বকে ক্রিম লাগাবেন যেভাবে
তিন লিটার পানি বয়স কমাল ১০ বছর
গর্ভবতী মা কখন ও কতবার যাবেন চিকিৎসকের কাছে?
খাদ্য ও পুষ্টি
গরমে লেবুর সরবত
রোজায় ডায়াবেটিস রোগীদের জন্য কিছু টিপস
রক্তের চর্বি কমানোর জন্য খাদ্যের নিয়ম
কলেরা প্রতিরোধে কম দামি সফল টিকা
হঠাৎ বৃষ্টি ও গরমে ঠান্ডা-জ্বর হলে কি করবেন
কৃমিনাশক ওষুধ সেবনের উত্তম যে সময়
রোজাদার রোগীদের ওষুধপথ্য ও সতর্কতা অবলম্বন
অ্যান্টিবায়োটিক ঔষধের ব্যবহারে সতর্ক থাকুন
আদা
প্রশ্নোত্তর : রক্তচাপ
আপনার প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর
প্রশ্নোত্তর- বিষয়: কিডনি রোগ
হাততালিও হতে পারে প্রতিদিন সুস্থ থাকার হাতিয়ার
প্রতিনিয়ত দাঁতের ক্ষতি যেভাবে করি
গরমে স্বাস্থ্য- সচেতনতা
মস্তিষ্কে কি ঘটে, যখন নারী মাতৃত্ব লাভ করেন
একরাতেই ব্রণ দূর করার কৌশল
মরণব্যাধি ক্যান্সারের যে ১০ টি সতর্কীকরণ ল¶ণ অবহেলা করবেন না
দীর্ঘ ভ্রমণে স্বাস্থ্য সতর্কতা
ভ্রমণে স্বাস্থ্য সতর্কতা
টিনএজারদের ব্রণ সমস্যা ত্বকের সৌন্দর্যহানীর জন্য দায়ী
স্ক্যাবিস বা চুলকানি প্রতিরোধে করণীয়
ত্বকের যেসব রোগে চিকিৎসা একান্ত দরকার
হৃদরোগ প্রতিরোধে আপনি যা করবেন
হৃদরোগ প্রতিরোধে আপনি যা করবেন
প্রচন্ড গলাব্যথা ও টনসিলে ইনফেকশন
নাক-কান-গলার ক্যান্সার হতে সতর্ক ও সাবধান হওয়া
হঠাৎ কানের পর্দায় আঘাত পেলে
পেপটিক আলসারের আদ্যোপান্ত
অ্যালার্জি ও হাঁপানির থেকে পরিত্রাণ
কাশি যখন সমস্যা
দৃষ্টিশক্তি হ্রাসের অন্যতম কারণ যখন রেটিনা
চোখের নিচের কালো দাগ কমানোর উপায় (১১ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস)
চোখ উঠলে যা করবেন
শীতকালে হাটুর ক্ষতি এড়াতে ১০টি বিষয় জেনে নিন
ঘাড়, মাথা ও বুক ব্যথার লক্ষণ ও চিকিৎসা
সকল প্রকার ব্যথায় কী বাত?
লিভার ডিজিজের অন্যতম ভয়াবহ কারণ এলকোহল
জানুন যকৃতের জন্য ভালো ও মন্দ খাবার কী
ভাইরাল হেপাটাইটিস একটি জটিল ও নিরাময়যোগ্য রোগ (২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস)
প্রশ্নোত্তরে মানসিক রোগ সিজোফ্রেনিয়ার লক্ষণ জেনে নিই। (১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস)
হয়তো আপনার ঘরেই আছে সিজোফ্রেনিয়া রোগী
সিজোফ্রেনিয়া একটি অন্যতম মানসিক রোগ (১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস)
হাত-পায়ে জ্বালাপোড়া অনুভব করলে করণীয়
গেঁটে বাত হলে কী করবেন?
বার্ধক্যে যত ব্যথা-বেদনা
জেনে শুনে যেভাবে দাঁতের ক্ষতি করছেন