উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে সাধারণত রোজা রাখার বিধি-নিষেধ নেই। তবে যাদের একিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন হয়েছে (হার্ট অ্যাটাক), হার্টফেইলর আছে কিংবা হার্টের রিদমে গণ্ডগোল আছে অথবা হার্টফেল-এর কারণে শ্বাসকষ্ট হয়ে যারা জীবনে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ নিজ স্বাস্থ্যের অবস্থার প্রেক্ষাপটে ব্যবস্থা নিতে হবে।
যে সকল হাঁপানি রোগীর ট্যাবলেট কিংবা ইনহেলার নিয়েই শ্বাসকষ্ট দূর হয়ে যায় তাদের ক্ষেত্রে রোজা রাখার কোনো বাধা নিষেধ নেই। শুধু ইফতার কিংবা সেহরির সময় ওষুধ ব্যবহার করতে হবে। যে সমস্ত রোগী তীব্র শ্বাসকষ্টে ভোগেন এবং দিনে কয়েকবার ইনহেলার কিংবা ওষুধ খেতে হয় তাদের পক্ষে রোজা পালন করা সম্ভব নয়। তাদের কাফফারা দিতে হবে।