নেদারল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তারা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস টিকার ব্যবহার দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ডেনমার্ক ও নরওয়েতে এ টিকার ‘সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া’ দেখা দেয়ার পর রোববার দেশটি তাদের এ টিকাদান কর্মসূচি স্থগিত করলো।
নেদারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নতুন তথ্যের ভিত্তিতে ডাচ ওষুধ কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত রাখার পরামর্শ দিয়েছে।’স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং ওই বিবৃতিতে বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর নানা ধরনের জটিলতা দেখা দেয়ায় এ টিকার ব্যাপারে প্রশ্ন উঠায় আমরা এর ব্যবহার স্থগিত করেছি। কেননা, এক্ষেত্রে কোনো সন্দেহ রাখা উচিত হবে না।
তিনি বলেন, ‘আমাদের এখন সতর্ক থাকা প্রয়োজন। আর এই সতর্কতার অংশ হিসেবে এটি স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ।
নরওয়ে ও ডেনমার্কসহ আরো অনেক দেশ রক্তচাপের ব্যাপারে উদ্বেগের কারণে তাদের দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া ইতোমধ্যে স্থগিত করেছে।
সূত্র : বাসস
©2014 Copyright by Micron Techno. All rights reserved.