আপনার প্রিয় গ্রিনটি বা সবুজ চা লিভার ক্ষতিগ্রস্ত করে সবচেয়ে বেশি। আর স্লিমিং হারবাল প্রডাক্ট থেকে হতে পারে ক্যান্সার। এমনই একটি উদ্বেগজনক গবেষণা তথ্য দিয়েছেন বিশেষজ্ঞগণ। এদিকে আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রোএন্টারোলজি প্রাকৃতিক বা হারবাল প্রডাক্ট সেবন না করার জন্য সতর্ক করে দিয়েছেন। বিশেষজ্ঞগণ বলছেন, বলা হয়ে থাকে বা প্রচার করা হয়ে থাকে ওষুধের চেয়ে হারবাল প্রডাক্ট ভালো এবং এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মূলত: এ ধরনের দাবির কোন যৌক্তিকতা প্রতীয়মান হয়নি। বরং ক্যারোলাইনাস হেলথ কেয়ার সিস্টেম-এর বিশেষজ্ঞ ড: হারবার্ট বনকেভস্কি উল্লেখ করেছেন, গ্রিনটি এক্সট্রাক্ট যতটুকু মাত্রায় সেবন গ্রহণযোগ্য তার চেয়ে অনেক বেশি মাত্রায় এটা বাজারজাত করা হয়। ড: বনকেভস্কি আরও উল্লেখ করেন আপনি যদি দিনে কয়েককাপ গ্রিনটি পান করেন তাহলে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে বাধ্য এবং এজন্য আপনার লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও উল্লেখ করেন আজকাল ওজন কমানোর জন্য অনেকে কাপের পর কাপ গ্রিনটি পান করেন। তার মতে হাইডোজ বা উচ্চ মাত্রায় গ্রিনটি এক্সট্রাক্ট পানে লিভার মারাত্মক ইনজুরি বা ক্ষতি হতে পারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশনের (এফডিএ) মতে গ্রিনটি সম্পর্কে উত্পাদনকারীরা যে যে লাভোর কথা বলে তা সম্পূর্ণরূপে মিথ্যা। শুধু তাই নয়, বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, বাজারে প্রাপ্ত সব ধরনের 'ন্যাচারাল স্লিমিং প্রডাক্টস' ক্যান্সার সৃষ্টির জন্যও ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞগণ অভিমত দিয়েছেন।
লেখক : ডা. মোড়ল নজরুল ইসলাম
চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
©2014 Copyright by Micron Techno. All rights reserved.