* বিশেষ ডায়েট অনুসরণ করার সময় যথেষ্ট পরিমানে পানি কিংবা পানীয় জাতীয় খাবার খেতে হবে।
* ভিটামিন সমূদ্ধ খাবার বিশেষ করে ভিটামিন ‘সি’, ‘এ’, ‘ই’ এবং আয়রন সমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হবে যেমন সবুজ, হলুদ, কমলা ও সাদা রঙের শাকসবজি ও ফল ।
* ক্যারোটিন ও ভিটামিন ‘এ’-সমৃদ্ধ ফল ত্বকের কোষের ক্ষয় পূরণ করে ত্বককে সতেজ করে তোলে। এই খাবার ডায়েট চার্টে না রাখলে ত্বক ধীরে ধীরে নির্জীব হয়ে যায়। এ ধরনের কয়েকটি ফলের হচ্ছে—আপেল, আঙুর, কলা, জাম, খেজুর, পেঁপে ইত্যাদি।
* ডায়েট চার্টে প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা ঘুম শরীরের জন্য খুবই জরুরি। ঘুমের ব্যাঘাত ঘটলে চোখের নিচে কালি পড়তে পারে।কিন্তু রাত জেগে দিনে ঘুমালে কাঙ্ক্ষিত ওজন কমবে না বরং শরীর তার স্বাভাবিক সৌন্দর্য হারাতে থাকবে।
* ওজন কমাতে প্রয়োজন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, কম ক্যালরিযুক্ত সুষম খাদ্যে।
* নিয়মিত ডায়েট অনুসরণ করা, যা অনেকেই করেন না।ফলে তাদের পক্ষে ওজন কমানো সম্ভব হয় না
©2014 Copyright by Micron Techno. All rights reserved.