মায়ের গর্ভাবস্থা থেকে প্রথম পাঁচ বছর প্রতিটি শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ সময়।প্রথম কয়েক বছর শিশু যা যা শিখে, যেভাবে শিখে তাই তাদের ভবিষ্যৎ বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, ব্যবহার, নৈতিক ও সামাজিক আচরণের মূল ভিত্তি হয়ে থাকে। মানসিক বিকাশ মস্তিষ্কের বিকাশের ওপর নির্ভরশীল। শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপ হলো পরিবার, পরিবার তথা বাবা-মায়ের কাছ থেকেই শিশুর মানসিক বিকাশ ঘটে।
শিশুর মানসিক বিকাশে বাবা-মায়ের এর করণীয়ঃ
©2014 Copyright by Micron Techno. All rights reserved.