আমাদের দেশের প্রক্ষাপটে পুরুষ মানুষ স্বাস্থ্য সম্পর্কে কম সচেতন থাকেন। এর জন্যই পুরুষ মানুষের সুস্বাস্থ্যের হার অনেক কম। অধিক বছর বাঁচার জন্য সুস্বাস্থ্যর বিকল্প কিছুই নাই। একজন সুস্থ্য ও স্বাভাবিক পুরুষের কয়েকটি লক্ষণ নিচে দেওয়া হলোঃ
• একজন সু-স্বাস্থ্যের পুরুষ মানুষের ওজন ও উচ্চতা অনুযায়ী আদর্শ ওজনের ৫ কেজি কম-বেশি হতে পারে, কিন্তু কখনও এর কম-বেশি নয়।.
• একজন সুস্থ্য পুরুষ মানুষের স্বাভাবিক অবস্থায় হার্টবিট ৭০-৮০ থাকা উচিত। ভারী কাজ, ব্যায়াম বা দৌড়াদৌড়ি’র করার পর ৫ মিনিটের মধ্যে হার্টবিট রেট সাধারন অবস্থায় নেমে আসে।
• আপনি যদি সুস্থ্য দেহের অধিকারী তাহলে বিনা বাধায় ১৫ মিনিটের মধ্যে প্রায় এক মাইল দৌড়াতে পারবেন ।
• একজন সুস্থ্য পুরুষ মানুষের অন্তত ২০টি পুশআপ দেওয়ার ক্ষমতা থাকবে।
• আপনার হাতের নখ যদি বেশ শক্ত হয় এবং নখে হালকা গোলাপি আভা দেখতে পান তবে বুঝে নেবেন আপনি একজন সুস্বাস্থ্যের অধিকারী পুরুষ।
• আপনি যদি সুস্থ্য দেহের অধিকারী হয়ে থাকেন তবে আপনার ইউরিন এর রঙ খড়ের রঙ এর মত হবে।
• সুস্থ্য ও স্বাভাবিক পুরুষ মানুষের প্রতিদিন প্রায় একই সময়ে বাথরুম হওয়ার সম্ভাবনা থাকে। অনিয়মিত এবং নির্ধারিত সময় বাথরুম না হওয়া অসুস্থতার লক্ষণ।
• একজন সুস্থ্য ও স্বাভাবিক মানুষ যা খাবেন, সেটা সঠিকভাবে হজম হবে। গ্যাস বা বুক জ্বালা পোড়ার সমস্যা না থাকলে আপনি শারীরিকভাবে একজন সুস্থ্য মানুষ।
• ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ্য মানুষের ঘড়ির এলার্ম বা অন্য কারো সাহায্য ছাড়াই প্রতিদিন সকালে প্রায় একই সময়ে ঘুম ভাঙে।
• একজন সুস্থ্য ও স্বাভাবিক পুরুষ নিজের এবং নিজের ঘরের সকল জিনিষপত্র গুছিয়ে রাখতে ভালবাসবেন।
তাই আপনি নিজেকে জানুন এবং সুস্থ্য ও স্বাভাবিকভাবে নিজের জীবন গঠন করুন। আপনি যদি নিজে সচেতন হউন তাহলে রোগ-জীবানু, হাসপাতাল-ডাক্তার, ঔষধ-পত্র এসকল বিষয় থেকে চিন্তামুক্ত থাকবেন এবং বেশি দিন বাচঁতে পারেন।
©2014 Copyright by Micron Techno. All rights reserved.