শিশুর জন্মের পর থেকেই তাকে নিয়ে নানারকম চিন্তা করেন বাবা-মা। শিশু শুকনো হলে চিন্তা, মোটা হলেও চিন্তা। চিকিৎসকদের মতে, রোগা বা মোটা দেখে শিশু সুস্থ কি না তা বোঝা যায় না। তবে শিশুর ওজন ঠিক আছে কি না তা নজরে রাখা প্রয়োজন।
নিচের তালিকা দেখে শতাংশ বের করুন। শিশুর আদর্শ ওজনকে ১০০ শতাংশ ধরে ঐকিক নিয়মে যে কেউ শতাংশ বের করতে পারবেন। শিশুর ওজন আদর্শ ওজনের ৮০ শতাংশের কম হলে তাকে মোটামুটি অপুষ্টির শিকার আর ৬০ শতাংশের কম হলে মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে ধরে নিতে হবে।
গড় ওজন গড় ওজন
বয়স ছেলেদের (আদর্শ) মেয়েদের (আদর্শ)
৬ মাস ৭.৮ কেজি ৭.২ কেজি
১ বছর ১০.২ কেজি ৯.৫ কেজি
২ বছর ১২.৩ কেজি ১১.৮ কেজি
৩ বছর ১৪.৬ কেজি ১৪.১ কেজি
৪ বছর ১৬.৭ কেজি ১৬ কেজি
৫ বছর ১৮.৭ কেজি ১৭.৭ কেজি
৬ বছর ২০.৬৯ কেজি ১৯.৫ কেজি
৭ বছর ২২.১ কেজি ২১.৯ কেজি
৮ বছর ২৫.৩ কেজি ২৪.৮ কেজি
৯ বছর ২৮ কেজি ২৬ কেজি
১০ বছর ৩২ কেজি ৩২ কেজি
১১ বছর ৩৬ কেজি ৩৫ কেজি
১২ বছর ৪৫ কেজি ৪৪ কেজি
©2014 Copyright by Micron Techno. All rights reserved.