বাত সম্পর্কে ধারণা
আনুমানিক পরিসংখ্যানে পাওয়া গেছে আমাদের দেশের প্রত্যেক পরিবারে এক বা একাধিক সদস্য বাতের ব্যাথায় ভুগছেন৷ অনেকের মধ্যেই বাত সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা প্রচলিত আছে৷ আজ আমরা জেনে নেই মেডিক্যাল সায়েন্স "বাত" সম্পর্কে কি ধারণা৷
বাত কি?
বাত একটি শারীরিক বিপাকজনিত সমস্যা যেখানে রক্তের ইউরিক এসিডের পরিমাণ বেড়ে যায়, যেটা ঘটে শরীরে ইউরিক এসিডের উত্পাদন বেড়ে গেলে অথবা ইউরিক এসিডের নিষ্কাশন কমে গেলে৷
ইউরিক এসিড কি?
ইউরিক এসিড হলো পিউরিন নামক একটি নিউকিস্নক এসিডের বিপাকের ফলে উত্পন্ন উপাদান৷ রক্তে যার পরিমাণ হলোঃ Male:4.0mg/dl-8.0mg/dl, Female:3.5mg/dl-6.0mg/dl
ইউরিক এসিড বাড়ে কেন?
উচ্চ পিউরিন যুক্ত খাবার খেলে কিংবা নিম্নে কারণে ইউরিক এসিড বাড়েঃ
©2014 Copyright by Micron Techno. All rights reserved.