বয়স অনুযায়ী শিশুর ওজন কত হওয়া উচিত?
জন্মের পর থেকেই শিশুর নিয়ে নানারকম চিন্তা করেন বাবা-মা । শিশু শুকনো হলে চিন্তা মোটা হলেও চিন্তা । চিকিৎসকদের মতে রোগা বা মোটা দেখে শিশু সুস্থ কি না তা বোঝা যায় না । তবে শিশুর ওজন ঠিক আছে কি না তা নজর রাখা প্রয়োজন ।
শিশুর ওজন আর্দ্শ ওজনের ৮০ শতাংশের কম হলে তাকে মোটামুটি অপুষ্টির শিকার আর ৬০ শতাংশের কম হলে মারাত্বক অপুষ্টিতে ভুগছে বলে ধরে নিতে হবে । নিচের তালিকা দেখে শতাংশ বের করুন ।
গড় ওজন :
বয়স | অার্দ্শ ছেলে | আর্দ্শ মেয়ে |
৬ মাস | ৭.৮ কেজি | ৭.২ কেজি |
১ বছর | ১০.২ কেজি | ৯.৫ কেজি |
২ বছর | ১২.৩ কেজি | ১১.৮ কেজি |
3 বছর | ১৪.৬ কেজি | ১৪.১ কেজি |
৪ বছর | ১৬.৭ কেজি | ১৬ কেজি |
৫ বছর | ১৮.৭ কেজি | ১৭.৭ কেজি |
৬ বছর | ২০.৬৯ কেজি | ১৯.৫ কেজি |
৭ বছর | ২২.১ কেজি | ২১.৯ কেজি |
৮ বছর | ২৫.৩ কেজি | ২৪.৮ কেজি |
৯ বছর | ২৮ কেজি | ২৬ কেজি |
১০ বছর | ৩২ কেজি | ৩২ কেজি |
১১ বছর | ৩৬ কেজি | ৩৫ কেজি |
১২ বছর | ৪৫ কেজি | ৪৪ কেজি |
©2014 Copyright by Micron Techno. All rights reserved.