প্রচন্ড এই গরমে কাঠফাটা রোদ আর ঘরের ভেতর অসহ্য গুমট ভাবের মুখোমুখি হতে হচ্ছে সবাইকে ।সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় শিশুদের । প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে তারা। আর তাদের জন্য প্রয়োজন সঠিক পরিচযা। আর এজন্য শিশুদের খাবারের বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।
গ্রীষ্মের ক্লান্তি দূর করতে, আর গরমে স্বস্তি দিতে রয়েছে রসালো ও সুস্বাদু ফল। বৈচিত্র্যময় ও এসব মৌসুমি ফলে গ্রীষ্মের ফলের বাজার থাকে সয়লাভ। প্রাণ সতেজ করে তোলা গরমে তরমুজ, লিচু, আনারস,ও বেলের শরবত খুব উপকারী শিশুদের জন্য।
প্রচণ্ড গরমে শিশুদেরকে মৌসুমি ফল খাওয়াতে হবে। বাসায় তৈরি বিভিন্ন ধরনের ফলের রসও দিতে পারেন ।তবে সাবধান প্যাকেটজাত ফলের রস শিশুকে খাওয়বে না। এইসব প্যাকেটজাত ফলের রসে প্রিজারভেটিভ শিশুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই বাইরের খাবার, কোমল পানীয় এমনকি ফলের রস ইত্যাদি থেকে আপনার শিশুকে দূরে রাখাই ভাল। তবে খেয়াল রাখতে হবে প্রচণ্ড গরমে ফল নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই শিশুকে দেওয়ার আগে ভালোভাবে দেখে নিন ফলটি ভাল আছে কি-না।
শিশুর খাবার ঘরেই তৈরি করুন। বাইরের খাবার পারতপক্ষেদেবেন না। এ সময় শিশুদের পেটের অসুখ সহ ডায়রিয়ার বেশি দেখা দেয়।কেবল মাত্র ঘরে তৈরি টাটকা খাবার শিশুকে এ ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে।
শিশুকে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি পান করান । খুব ঠাণ্ডা বা গরম পানি দুটোই শিশুর জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে পরিমিত ঠাণ্ডা পানি পান করান।
©2014 Copyright by Micron Techno. All rights reserved.